প্রাথমিকভাবে এম্বাসেডর নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। কার্যক্রম শুরু হলে সবাইকে জানিয়ে দেয়া হবে। আমাদের সাথেই থাকুন।
#এম্বাসেডরঃ
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এম্বাসেডর নিয়োগের মাধ্যমে দুর্বার প্লাটফরমে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে এবং বাস্তবায়ন করা হবে।
#কারা এম্বাসেডর হতে পারবেনঃ
- » ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশী নাগরিক
- » মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
- » সমাজ-দেশের জন্য কাজ করতে আগ্রহী ও উদ্যোমী
- » দলভুক্ত হয়ে কাজ করার ইতিবাচক মানসিকতা
- » সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত
#এম্বাসেডর কী করবেনঃ
- » দুর্বার আয়োজিত অনলাইন-অফলাইন ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ
- » সামাজিক ইস্যুতে নিজ নিজ পরিসরে মানুষকে সচেতন করা
- » সামাজিক মাধ্যমে উপযোগী বিষয়ভিত্তিক কন্টেন্ট (স্ট্যাটাস, ছবি, ব্লগ, ভিডিও) তৈরি
- » কন্টেন্ট শেয়ার করা এবং বিভিন্ন আলোচনায় অংশ নেয়া
- » নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সাধন করা
#এম্বাসেডর কী পাবেন?
- »এম্বাসেডর হিসেবে সার্টিফিকেট
- » বিষয়ভিত্তিক প্রশিক্ষণ
- » জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সুযোগ
- » গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ
- » নিজের গল্প বলার একটি প্লাটফরম পাবেন