
গুজব নিয়ে আপনার অভিজ্ঞতা বলুন
মিথ্যা তথ্য বা গুজবের কারণে ভোগান্তিতে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল। হয় আপনি না হয় আপনার আশেপাশের মানুষ মিথ্যা আর গুজবের শিকার হয়েছেন। যেমন তুবা তার মাকে হারিয়েছে। মিথ্যা আর গুজব নিয়ে আপনার অথবা আপনার পরিচিতজনের সেই মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে। আপনার অভিজ্ঞতা থেকে আমরা শিখতে চাই। এই পোস্টে কমেন্ট করে অথবা নিজের প্রোফাইল থেকে আপনার অভিজ্ঞতা পোস্ট আকারে তুলে ধরুন। পোস্ট দেয়ার সময় দয়া করে অবশ্যই #Durbar21 #AsolChini হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং দুর্বারের ফেসবুক পেইজ-এ ট্যাগ (@durbar21) দিবেন। সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে আমাদের পেইজে ট্যাগ করলেই তবে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব।

আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিন
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে আমরা প্রতিনিয়ত মিথ্যা তথ্য ও গুজব দেখতে পাই। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। এসব তথ্য বিশ্বাস করে শেয়ার করার ফল কত ভয়াবহ হতে পারে সেটা আমরা দেখেছি।মিথ্যা তথ্য ও গুজবের ভিড়ে সত্য এবং আসল চিনতে আমরা আয়োজন করেছি আসল চিনি ক্যাম্পেইন।এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নিজেরা যেমন সচতন হবো তেমনি অন্যদেরও সচেতন করবো। মিথ্যা ও গুজবের বিরুদ্ধে একসাথে লড়াই করতে আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিন। আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে হলে আপনাকে দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে হবে। এই লিঙ্কে ক্লিক করুন এবং ফর্ম পূরণ করে এম্বাসেডর হয়ে যান। #AsolChini #Durbar21

দুর্বারের এম্বাসেডর হিসেবে যোগ দিলেন জুনাইদ আহমেদ পলক
দারুণ খবর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি দুর্বারের এম্বাসেডর হয়েছেন। দুর্বার পরিবার আনন্দিত ও গর্বিত। তিনিও আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইনে মিথ্যা ও গুজবের ভিড়ে আসল চিনতে চান। পাশাপাশি মিথ্যা ও গুজবের বিরুদ্ধে একসাথে লড়াই করতে চান। আপনি যুক্ত হতে চান? তবে আর দেরি কেন? এখনই এই লিঙ্কে ক্লিক করুন এবং ফর্ম পূরণ করে এম্বাসেডর হয়ে যান। #Durbar #AsolChini

এম্বাসেডর হলে যা পাবেন
এম্বাসেডর হলে যা পাবেনএম্বাসেডর হিসেবে সার্টিফিকেটবিষয়ভিত্তিক প্রশিক্ষণ জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সুযোগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণনিজের গল্প বলার একটি প্লাটফর্মএই লিঙ্কে ক্লিক করুন এবং ফর্ম পূরণ করে এম্বাসেডর হয়ে যান। #AsolChini #Durbar21

এম্বাসেডরদের কাজ কী হবে
দুর্বার আয়োজিত অনলাইন-অফলাইন ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণসামাজিক ইস্যুতে নিজ নিজ পরিসরে মানুষকে সচেতন করা সামাজিক মাধ্যমে উপযোগী বিষয়ভিত্তিক কন্টেন্ট (স্ট্যাটাস, ছবি, ব্লগ, ভিডিও) তৈরি কন্টেন্ট শেয়ার করা এবং বিভিন্ন আলোচনায় অংশ নেয়ানিয়মিত যোগাযোগ ও সমন্বয় সাধন করাঅনলাইনে মিথ্যা ও গুজবের বিরুদ্ধে একসাথে লড়াই করতে আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিন।আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে হলে আপনাকে দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে হবে।এম্বাসেডর হতে চাইলে এই লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করুন আর এম্বাসেডর হয়ে যান।

কারা এম্বাসেডর হতে পারবেন
১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশী নাগরিকমুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীসমাজ-দেশের জন্য কাজ করতে আগ্রহী ও উদ্যোমীদলভুক্ত হয়ে কাজ করার ইতিবাচক মানসিকতাসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্তঅনলাইনে মিথ্যা ও গুজবের বিরুদ্ধে একসাথে লড়াই করতে আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিন।আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে হলে আপনাকে দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে হবে।এম্বাসেডর হতে চাইলে এই লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করুন আর এম্বাসেডর হয়ে যান।