
রচনা প্রতিযোগীতা
প্রতিযোগিতার সময়ঃ ১ অক্টোবর, ২০২০ হতে ১৫ অক্টোবর, ২০২০
নিরাপদ অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে রচনা লিখতে হবে।
উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের যেকোন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।
আগামী ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে।
রচনার শব্দ সংখ্যা হবে সর্বোচ্চ ৫০০।
বিষয়:
ক) মিথ্যা ও গুজব বন্ধে করণীয়,
খ) পাসওয়ার্ড ও প্রাইভেসি সেটিং
গ) সাইবার নিরাপত্তা
ঘ) সাইবার বুলিং
ঙ) অনলাইনে ভুয়া সংবাদ
চ) অনলাইনে নারী ও শিশুদের প্রতি সহিংসতা
ছ) হ্যাকিং থেকে বাঁচার উপায়
জ) অনলাইনে প্রতারণা
ঝ) অনলাইনে আর্থিক লেনদেন
ঞ) অনলাইনে বিদ্বেষ (হেইট স্পিচ) ছড়ানো
ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা
ঠ) নিরাপদ অনলাইন/ মোবাইল ব্যাংকিং
ড) মোবাইল এপ্স ইন্সটল ও নিরাপদ ব্যবহার
একজন শুধুমাত্র একটি রচনা জমা দিতে পারবেন;
আপনার রচনা অবশ্যই মৌলিক হতে হবে।
বাংলা ভাষায়, সহজ ও সাবলীলভাবে বক্তব্য তুলে ধরতে হবে;
যেভাবে জমা দিবেন: আপনার রচনাটি আগামী ১৫ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে আমাদের দেয়া এই গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে- https://forms.gle/3KmFPBwwWs6JiE8x5
নির্বাচিত সেরা রচনা লেখকদের পুরস্কৃত করা হবে;
প্রতিযোগিতার যেকোনো বিষয়ে দুর্বার কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত