
ভিডিও নির্মাণ প্রতিযোগিতা
প্রতিযোগিতার সময়ঃ ১ অক্টোবর, ২০২০ হতে ১৭ অক্টোবর, ২০২০
নিরাপদ অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও কন্টেন্ট বানাতে হবে;
আগামী ১৭ অক্টোবর, ২০২০ শনিবার পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে;
১৮ বছরে ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশী নাগরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন;
ভিডিও অবশ্যই বাংলা ভাষায় হতে হবে;
ভিডিও ফর্ম: নাটিকা (ডকুড্রামা), ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট (পিএসএ), টিউটোরিয়াল ভিডিও ইত্যাদি;
বিষয়:
ক) অনলাইনে মিথ্যা ও গুজবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন মানুষের গল্প
খ) মিথ্যা ও গুজব বন্ধে করণীয়
গ) সাইবার নিরাপত্তা
ঘ) সাইবার বুলিং
ঙ) অনলাইনে ভুয়া সংবাদ
চ) অনলাইনে নারী ও শিশুদের প্রতি সহিংসতা
ছ) হ্যাকিং থেকে বাঁচার উপায়
জ) অনলাইনে প্রতারণা
ঝ) অনলাইনে আর্থিক লেনদেন
ঞ) অনলাইনে বিদ্বেষ (হেইট স্পিচ) ছড়ানো
ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা
ঠ) নিরাপদ অনলাইন/ মোবাইল ব্যাংকিং
ড) পাসওয়ার্ড ও প্রাইভেসি সেটিং
ঢ) মোবাইল এপ্স ইন্সটল ও নিরাপদ ব্যবহার
ণ) মোবাইল, কম্পিউটার বা অন্য ব্যক্তিগত ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হলে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষকে শিক্ষিত করবে এমন ভিডিও কন্টেন্ট;
মোবাইলে ফোনের ক্যামেরা অথবা অন্য ক্যামেরা দিয়ে শুটিং করতে হবে;
একজন একটি ভিডিও বানাতে পারবেন;
আপনার বানানো ভিডিওটি অবশ্যই মৌলিক হতে হবে। অন্য কারো তৈরি ভিডিও বা এর আগে ব্যবহার করা হয়েছে এমন ফুটেজ ব্যবহার করা যাবেনা;
নিজের তৈরি অথবা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা যাবে;
ভিডিওতে দেশের শান্তি শৃঙ্খলা ব্যহত হয়, আক্রমণাত্মক, হেয় প্রতিপন্নমূলক, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো উপাদান রাখা যাবেনা;
দুর্বার কর্তৃপক্ষ যেকোনো প্লাটফর্মে আপনার ভিডিওটি প্রচার করতে পারবে এই প্রতিযোগিতার ফলাফল না হওয়া পর্যন্ত এই ভিডিও অন্য কোন প্রতিযোগিতায় জমা দেয়া যাবেনা;
ভিডিও রেজিউলেশন কমপক্ষে 720P হতে হবে;
যেভাবে জমা দিবেন: ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুক প্রোফাইল এবং দুর্বার পরিবার গ্রুপে আপলোড করুন;
ফেসবুকে আপলোডের সময় অবশ্যই দুর্বার এর পেইজকে ট্যাগ দিতে হবে;
যেখানেই আপলোড করুন না কেন আপনাকে অবশ্যই #Durbar21, #AsolChini, #Video4Durbar21 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে;
আপনার নির্মিত ভিডিওর প্রমোশন অর্গানিক হতে হবে, কোন অবস্থাতেই পেইড প্রমোশন করা যাবে না।
আপনার তৈরি ভিডিও ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করার পর লিঙ্কটি এই গুগল ফর্মের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে হবে - https://forms.gle/yUjD2eyaUJLXQUMr6
আপনার ভিডিও শেয়ার থেকে পাওয়া রিএকশন, কমেন্ট এবং শেয়ারের সংখ্যা আগামী ১৭ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে হবে;
নির্বাচিত সেরা নির্মাতাদের পুরস্কৃত করা হবে;
প্রতিযোগিতার যেকোনো বিষয়ে দুর্বার কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।